ভাইবা বোর্ডে আইনের বাইরেও কমন কিছু প্রশ্ন
ভাইভা বোর্ডে অবশ্য পালনীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হলো যা একজন চাকরি প্রার্থীর সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
(১) অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করে সালাম জানাতে হবে। পরীক্ষকগন বসতে বললে বসতে হবে এবং বসতে না বললে একটু অপেক্ষা করে অনুমতি নিয়ে বসতে হবে। অনুমতি ব্যতিত বসা যাবে না। বসার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাতে হবে। সোজা হয়ে বসুন, পায়ের উপর পা তুলে অথবা পা দুটো আড়াআড়ি করে বসা যাবে না। হাত দুটো টেবিলের উপরে রাখা যাবে না। ভাইভা যারা নিবেন তাদের দিকে সোজাসুজি তাকান, মাটির দিকে বা ঘরের কোণ বা ছাদের দিকে তাকাবেন না।
(২) নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করুন। আত্নবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন।
(৩) একজন প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দেয়ার সময় অন্যদের দিকে তাকাতেও ভূলবেন না। অতি সুকৌশলে নিজের বুদ্ধিমত্তা এবং উত্তম গুনাবলী ও জ্ঞানের পরিধি সম্পর্কে পরীক্ষকগনকে ধারনা প্রদানের চেষ্টা করুন।
(৪) মনোযোগ দিয়ে প্রথমে প্রশ্নটি শুনুন ও বোঝার চেষ্টা করুন। প্রথমবারে যদি প্রশ্নটি বুঝতে না পারেন তবে অত্যন্ত বিনয়ের সাথে আর একবার প্রশ্নটি করতে বলুন।
(৫) উত্তর দেয়ার সময় প্রত্যেকটি শব্দ স্পষ্ট করে এমনভাবে উচ্চারন করুন যেন সবাই শুনতে পায় এবং খেয়াল রাখুন উত্তরের সাথে যেন আপনার আত্মবিশ্বাস প্রতিফলিত হয়। সময় নষ্ট না করে উত্তর দিন। জানা না থাকলে কালক্ষেপন না করে দ্রুত বলুন, দুঃখিত আমার জানা নেই। অগোছালো ভাবে এদিক সেদিক না ঘুরিয়ে যথাযথ উত্তর দিতে হবে। যুক্তির সাথে বক্তব্যকে সুপ্রতিষ্ঠিত করতে হবে।
(৬)আচরনে কোন প্রকার জড়তা রাখা যাবে না। গোমরা মুখে থাকবেন না। নিজেকে হাসি হাসি মুখ করে রাখুন। ভাইভা যারা নিচ্ছেন তাদের সঙ্গে ভুলেও তর্কে জড়িয়ে পড়বেন না। কর্কশভাবে প্রশ্নের উত্তর দেয়া বাঞ্চনীয় নয়। উঁচু গলায় প্রশ্ন এলেও উচু গলায় উত্তর দেয়া যাবে না। স্বাভাবিক স্বরে উত্তর দিন।
(৭) মুদ্রাদোষ গুলো সম্পর্কে অত্যন্ত সচেতন থাকুন। গোঁফে হাত বুলানো, চুল ঠিক করা, নাক চুলকানো, টাই ঠিক করা, গলা দিয়ে শব্দ করা বা জামা কাপড় ঠিক করবেন না। নিজে নিজে হ্যান্ডশেক করার জন্য আগে হাত বাড়াবেন না। পরীক্ষকগণ যদি করমর্দনের জন্য হাত বাড়ান তাহলে মোলায়েম ভাবে করর্মদন করুন।
(৮) আবেগ তাড়িত হয়ে কোন প্রশ্নের উত্তর দেয়া যাবে না। উত্তর দেয়ার সময় খেয়াল রাখতে হবে যেন কোন ব্যক্তি, সমষ্টি, জাতি, ধর্ম বা রাষ্ট্র সম্পর্কে কোন প্রকার অবমাননাকর বা অপ্রীতিকর কথা বেয়িয়ে না যায়।
(৯) যে কোন বিষয়ে কোন অজুহাত না দেখিয়ে এবং কোন তথ্য সম্পর্কে ছলনার আশ্র্রয় না নিয়ে সততার পরিচয় দিন।
(১০) নিজেকে উপস্থাপন করুন আকর্ষণীয়ভাবে।
ভাইভা বোর্ডে কি ধরনের প্রশ্ন করা হয়। ভাইভা বোর্ডের কমন কিছু প্রশ্ন যা আপনাকে ভাইবা বোর্ডে যাওয়ার আগে জানতেই হবে।
এরকম কিছু কমন প্রশ্ন নিয়ে যদি আপনি আগে থেকেই ধারণা পেয়ে যান তবে আপনার জন্য ভাইভা বোর্ডের বিষয়টা হয়ে উঠবে কমন প্রশ্ন পাওয়ার মতই।
আমরা সবাই ভাইভা দেওয়াকে অনেক ভয়ের একটা বিষয় মনে করে থাকি। অনেকেই আবার প্রিলি বা রিটেন নিয়ে ভালো পিপারেশান নেওয়ার পরেও ভাইভা বোর্ডে ভালো না করার কারণে চাকরীটা হয় না।
বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কোন না কোন ভাবে আপনাকে যাচাই বাছাই করেই নিয়োগ দেবে। একজন চাকরী প্রত্যশীর শুধু শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয় এই বিষয়টা ভাইভা বোর্ডের মাধ্যমে যাচাই করা হয়।
আপনাকে স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ে কিন্তু অনেক ভালো বা দক্ষ হতে হবে। যারা ভাইভা বোর্ডে এর আগে কখনও যায় নাই তাদের জন্য ভাইভা বোর্ডের প্রশ্নগুলো একটু কঠিণ হয়ে যায় কারণ অভিজ্ঞতা না থাকলে সহজ বিষয়টাও কঠিন মনে হয়।
ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো হলোঃ
(১) আপনার নাম কি ?
(২) আপনার নামের অর্থ কী ?
(৩) এই নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন ?
(৪) আপনার জেলার নাম কী ?
(৫) আপনার জেলাটি বিখ্যাত কেন ?
(৬) আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন ?
(৭) আপনার বয়স কত ?
(৮) আজকে কত তারিখ ?
(৯) আজকে বাংলা কত তারিখ ?
(১০) আজকে হিজরি কত তারিখ ?
(১১) আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন ?
(১২) পত্রিকাটির সম্পাদকের নাম কি ?
(১৩) আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুন ?
(১৪) আপনার জেলার নাম কি ? জেলা সম্পর্কে এক মিনিট বলুন ?
(১৫) আপনার জেলার বিখ্যাত কিছূ মানুষের নাম বলুন এবং তারা কি কারণে বিখ্যাত তা আলোচনা করুন।
(১৬) আপনার বয়স ও জন্ম তারিখ কত ?
(১৭) আপনি কি ধরনের দৈনিক পত্রিকা পড়েন ? পড়লে তার সম্পাদকের নাম কি ?
(১৮) বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন বলুন ?
(১৯) আপনার পরিবার সম্পর্কে বলুন ?
(২০) আপনার নিজের সম্পর্কে ইংরেজীতে/বাংলাতে বলুন ?
(২১) আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন ?
(২২) আপনার নিজের Strength/ Weakness (SWOT: S-Strength, W-Weakness, O-Opportunity, T-Threat) কি কি বলে মনে করেন ?
(২৩) আপনার জীবনের লক্ষ্য কি ?
পরিশেষে বলা যায় বিষয় গুলো একজন চাকরি প্রার্থীর সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ।
লেখকঃ ল ফর ন্যাশনস, ইমেইলঃ lawfornations.abm@gmail.com, মোবাইল: 01842459590.
Discussion about this post