বিডিলনিউজঃ আজ বুধবার দুপুরে সচিবালয়ে ভারতীয় সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশের গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী ভারতীয় সাংবাদিকদের আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়ার মতো নয়। এজন্য বাংলাদেশের জনগণ ভারত সরকার এবং সে দেশের জনগণের কাছে কৃতজ্ঞ। ভারতীয় সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সরকার সহযোগিতা করবে বলে মন্ত্রী প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে ভারতীয় গণমাধ্যমে সংবাদ পরিবেশনের আহ্বানও জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এক্ষেত্রে সংবাদ পরিবেশনের সর্তকতা অবলম্বনের পরামর্শ দেন। এছাড়া সফররত ভারতীয় সাংবাদিকদের সঙ্গে তথ্যমন্ত্রী ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
Discussion about this post