বিডিলনিউজডটকম<>ভারতের কেরালার এক নারী। তার বয়স যখন ছিল ১৬, তখন সে ৪০ দিনে ৪২ জনের হাতে ধর্ষিতা হয়েছে। ঘটনাটি সূর্যনেলি ধর্ষণ মামলা নামে পরিচিত, মেয়েটি ও তার মা-বাবা যে গ্রামে বাস করে, ওই গ্রামের নামে মামলাটির নামকরণ হয়েছে। প্রতিবেশীদের নিন্দার মুখে তারা এ পর্যন্ত দুবার বাসা পরিবর্তন করেছে। কিন্তু ১৬ বছর পরও ওই ধর্ষণ মামলার বিচার হয়নি।
তার বাবা জানান, কেউ আমাদের গ্রহণ করে না। আমাদের কেউ দেখলে সবাই আমাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।মেয়েটিকে অপহরণ করে এস বাস কন্ডাক্টর। সে তাকে ধর্ষণ করে অন্যদের কাছে ঠেলে দেয়। এদের কেউ কেউ ওই সময়ে কেরালায় অত্যন্ত ক্ষমতাধর ছিল।
ওই মামলাটির মাধ্যমেই ১৯৯৯ সালে কেরালার প্রথম বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়।ধর্ষণের দায়ে ৩৫ ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিল। কিন্তু কেরালা হাইকোর্ট তিন বছর পর ওই সিদ্ধান্ত রদ করে মাত্র একজনকে দোষী সাব্যস্ত করে। অনেকেই ওই রায়ের সমালোচনা করেছিল।
তার পরিবার ও সরকারি প্রসিকিউটর ২০০৫ সালে সুপ্রিম কোর্টে আপিল করে। এখনো শুনানি শুরু হয়নি।পরিবারটি পেনশনের ওপর টিকে আছে। ধর্ষিতাকে একটি সরকারি বিভাগে পিয়নের চাকরি দেয়া হয়েছিল। কিন্তু আর্থিক অনিয়মের অভিযোগে গত ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়।অনেক মানবাধিকার কর্মী অভিযোগ করেছেন, ক্ষমতাধর লোকেরা তাকে এখনো নানাভাবে হয়রানি করছে।
সূত্র : এনডিটিভি।
Discussion about this post