বিডিলনিউজঃ রাজনীতি মনে হচ্ছে এবার সরাসরি ক্রিকেটের শত্রুরূপে অবস্থান নিচ্ছে। তবে তা কেবল বাংলাদেশকেই ঘায়েল করবে আশা করা হচ্ছে। না হলে টি-২০ বিশ্বকাপের একক আয়োজক বাংলাদেশ। যেটি আগামী বছর মার্চে অনুষ্ঠিত হবার কথা। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় তৈরি রাখা হয়েছে ভারতের দুইটি স্টেডিয়াম। সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এনডিটিভি এই খবর দিয়েছে।
টি-২০ বিশ্বকাপ ভারতে স্থানান্তর করা হতে পারে। এজন্য কলকাতার ইডেন গার্ডেন ও রাঁচির ঝাড়খন্ড প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক স্টেডিয়াম এই আয়োজনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। চলতি মাসের শুরুতে অবরোধ চলাকালে চট্টগ্রামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক হোটেলের কাছে ককটেল বিস্ফোরিত হয়। পরে নিরাপত্তার অভাবে দেশে ফিরে যায় তারা। এরপরই আইসিসি দেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে গুরুত্ব দিয়ে যাচ্ছে।
এছাড়া পাকিস্তানবিরোধী প্রচারণা চলায় পাকিস্তানি ক্রিকেট দলও এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে না আসার চিন্তা-ভাবনা করছে।
Discussion about this post