বিডি ল নিউজঃ আগামী একুশে ফেব্রুয়ারি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বায়ান্নর ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত থাকতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মমতার কাছে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ পৌছার পর তিনি এমন আগ্রহের কথা জানান। খবর-আনন্দবাজার।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলির পক্ষে মমতার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ।
জানাগেছে, একুশের রাতে ঢাকায় থাকতে চান মমতা। এজন্য ১৯ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন তিনি। এরপর ২১শে রাতের বিমানে কলকাতায় ফিরবেন।
এর ফলে সম্প্রতি স্থলসীমান্ত চুক্তি নিয়ে আপত্তি তুলে নেওয়ার পর তিস্তার পানি চুক্তির বিষয়েও বরফ গলবে বলে মনে করছেন বাংলাদেশের কুটনীতিকরা। তারা আরো মনে করছেন মমতা ঢাকা সফরে এলে বাংলা ভাষাভাষি প্রতিবেশী রাজ্যটির সাথে বাংলাদেশের মৈত্রী আরো বাড়বে।
এ সফরে এসে মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনোকে কলকাতা সফরের আমন্ত্রন জানাতে পারেন বলেও জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি চেয়ার প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন মমতা। শেখ হাসিনাকে এর সূচনায় থাকার অনুরোধ জানাতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
Discussion about this post