বিডি ল নিউজঃ হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ভিট-চ্যানেল অাই টপ মডেল ২০১৪ সিজন-৩ এর সেরার মুকুট জিতলেন সুমাইয়া আঞ্জুম মিথিলা। প্রথম রানারআপ হয়েছেন সামিয়া ইসলাম লামিয়া, দ্বিতীয় রানারআপ হয়েছেন জান্নাতুন নূর মুন। ২৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনের গালা রাউন্ড অনু্ষ্ঠিত হয়।
পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা আর ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিতে অভিনয়ের সুযোগ। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই চূড়ান্ত আসরের আয়োজন করা হয়।
তার হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, প্রতিযোগিতার প্রধান বিচারক মডেল নোবেল, অভিনেত্রী তানিয়া আহমেদ এবং বিউটিশিয়ান কানিজ আলমাস খান।
Discussion about this post