ডেস্ক রিপোর্ট
সাতক্ষীরা জেলার আশাশুনি সদর ইউনিয়নে বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট শুরুর আগেই ফলাফল শিটে স্বাক্ষর করিয়ে নিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা। তবে এটি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহজাহান হোসেন।
এ বিষয়ে তিনি বলেন, ফলাফলের এজেন্ট ফরম স্বাক্ষর করিয়ে নেওয়া আমার ভুল হয়েছে। সে জন্য এজেন্ট ফরমের নিচ থেকে কেটে ফেলেছি। নতুন এজেন্ট ফরম কোথায় পাবেন, প্রশ্নে তিনি বলেন, আমরা ফটোকপি করব। অগ্রিম স্বাক্ষর করিয়ে নেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ জানে না।
এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি অনেক সময় সবার সর্বসম্মতিক্রমে করা যায়। প্রিসাইডিং অফিসার কোনো পক্ষ নিয়ে কাজ করছেন, এমন প্রশ্নে তিনি বলেন, এমন করার কোনো সুযোগ নেই। আমি বিষয়টি দেখছি যাতে এমন ভুল আর না হয়।
এদিকে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে সংবাদ পাওয়ামাত্র ভোটকেন্দ্রটির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রিসাইডিং অফিসারকে সতর্ক করেন এবং স্বাক্ষর করা ফলাফল শিট ধ্বংস করে দেন।
ঘটনাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল করীমকে অবহিত করলে বিষয়টি তিনি দেখছেন বলে জানান।
Discussion about this post