বিডি ল নিউজঃ
রাজধানী মতিঝিলের একটি হোটেল থেকে দীপঙ্কর দেবনাথ (২৩) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে লাশটি উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। জানা গেছে, দীপঙ্কর সিলেটের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। মতিঝিলের হোটেল এরিনার ২০২ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মতিঝিল থানার এসআই আবু তাহের জানান, দীপঙ্কর সিলেটের বিয়ানীবাজার কলেজের প্রিন্সিপালের ছেলে বলে জানা গেছে। তিনি সাতদিন আগে বাসা থেকে বেরিয়ে আসেন বলে খবর পাওয়া গেছে। তিনি আরো জানান, আজ সন্ধ্যায় হোটেলের বয়রা তার কক্ষে গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাদের সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। মৃত্যুর ধরন সম্পর্কে নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post