বিডিলনিউজঃ
দিন যতই যাচ্ছে, আইনী খসড়ার অনুমোদন যেন ততই বাড়ছে। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মাদ মোশাররফ হোসেন ভুঁইয়ার উপস্থিতিতে একগুচ্ছ আইনী খসড়া অনুমোদিত হল। সেগুলো হল-
১/ ফরমালিনের অপব্যবহার করা হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইন- ২০১৩’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
২/ অসচ্ছল সাংবাদিকদের সহায়তা ও কল্যাণে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৩’
৩/ শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি-২০১৩’র খসড়া অনুমোদন করা হয়েছে।
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, অসচ্ছল সাংবাদিকদের সহায়তা, সাংবাদিকদের অসুস্থকালীন চিকিত্সা সহায়তা, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ও সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য এককালীন বৃত্তি প্রদানসহ কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৩’র চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
মোশাররাফ ভূঁইঞা আরো বলেন, এর আগে সাংবাদিকদের কল্যাণের নিমিত্ত ‘সাংবাদিক সহায়তা তহবিলে’ প্রধানমন্ত্রী গত অর্থবছরে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন। বর্তমানেও এই তহবিলে ১ কোটি ১০ লাখ টাকা জমা আছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন চূড়ান্ত অনুমোদনের ফলে এখন এই ট্রাস্টের তহবিল বৃদ্ধির লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও অর্থ অনুদান হিসেবে আনা যাবে। তবে বিদেশ থেকে অর্থ আনার ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন নিতে হবে। উক্ত আইন বাস্তবায়িত হলে তা হবে বাংলাদেশে নতুন ধাঁচের এক সেবার সূচনা। মন্ত্রিপরিষদ সচিব জানান, পরবর্তীতে ১৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টিবোর্ড থাকবে। সরকার উক্ত বোর্ডের মনোনয়ন দেবে। তথ্যমন্ত্রী বোর্ডের চেয়ারম্যান ও তথ্যসচিব ভাইস চেয়ারম্যান থাকবেন। তবে ১৩ সদস্যের বোর্ডে সাংবাদিকরা থাকবেন সংখ্যাগরিষ্ঠ। বিএফউজের সভাপতি, সাধারণ সম্পাদকও এই ট্রাস্টি বোর্ডের সদস্য থাকবেন। সম্প্রতি তথ্য মন্ত্রী ঘোষিত সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি না— এ প্রশ্নের জবাবে মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, এ বিষয় নিয়ে কোনো কথা বৈঠকে হয়নি।
Discussion about this post