নিজস্ব প্রতিবেদক: মাদক মামলায় সাভারের আমিনবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার শামীম বেপারীসহ তিনজনকে দশ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অপর দুইজন তার সহযোগী নাহিদ ও রফিকুল ইসলাম। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। অপরদিক অভিযোগ প্রমাণিত না হওয়ায় মেম্বারের অরেক সহযোগী তৌকিরকে খালাস প্রদান করেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাকিলা জেসমিন মিতু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৯ জুন সাভারের অমিনবাজার এলাকায় আসামিরা মাদক বিক্রি করছে বলে এমন তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা অভিযান চালায়। এ অভিযানে শামাীম বেপারীর কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল, নাহিদ ও রফিকুলের কাছ থেকে চার হাজার করে মোট হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় সাভার মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক এনায়েত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
Discussion about this post