ডেস্ক রিপোর্ট
এক লাখ ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় ৪ জনের ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দেয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাভোগ করতে হতে তাদের।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হোসেন আলী, জসীম উদ্দীন, সালাউদ্দিন ও মিজানুর রহমান।আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ মার্চ এক লাখ ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় হাজারীবাগ থানা এলাকায়। এ ঘটনায় হাজারীবাগ থানায় মাদক আইনে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। একই বছরের ১৪ নভেম্বর ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৮ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১২ জন আদালতে সাক্ষ্য দেন।
Discussion about this post