মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনা আরো ২৪ মামলার তদন্ত চলছে।
ট্রাইব্যুনালের তদন্তসংস্থা সূত্র জানায়, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বর্তমানে ২৪টি মামলার তদন্ত চলছে। তবে এসব মামলার আসামিরা যেন তদন্তের কথা জেনে পালিয়ে যেতে না পারে সে জন্য নাম প্রকাশে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে প্রায় সাড়ে ছয়’শর মতো অভিযোগ জমা হয়েছে।
তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক গণমাধ্যমকে জানান, এ পর্যন্ত ৩৭টি মামলায় তদন্ত সম্পন্ন করেছে তদন্ত সংস্থা। এর মধ্যে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারিক কার্যক্রম শেষে ২২টি মামলার রায় ঘোষণা করেছে। বর্তমানে আরো ৪ মামলায় বিচার শেষ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেত্বত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধে আনা মামলার বিচারিক কার্যক্রম চলছে। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী।
ট্রাইব্যুনালে দেয়া রায়ের বিরুদ্ধে আনা আপিলের শুনানি শেষে ৭টি মামলায় চুড়ান্ত রায় হয়েছে। এর মধ্যে চারটিতে জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে। আপিলের আরেক রায়ে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদন্ড দেয়া হয়েছে। এ রায়ের বিষয়ে উভয়পক্ষ ইতোমধ্যে রিভিউ আবেদন দায়ের করেছে। এছাড়াও জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড বহাল রেখে রায় দিয়েছে আপিল বিভাগ। ১৫ মার্চ রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এখন এ রায় রিভিউ’র আবেদন করা হবে বলে জানিয়েছে আসামিপক্ষ। জামায়াতের আরেক নেতা মীর কাশেম আলীকে ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদন্ড বহাল রেখে গত ৮ মার্চ রায় দেয় আপিল বিভাগ। এ মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে।
সুপ্রিমকোর্ট সূত্র জানায়, ট্রাইব্যুনালে দেয়া রায়ের বিরুদ্ধে আনা আরো ৮টি আপিল মামলা সুপ্রিমকোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। আপিলে শুনানির অপেক্ষায় থাকা মামলার আসামিরা হলেন- জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও আব্দুস সুবহান, আওয়ামীলীগ থেকে বহিস্কৃত মোবারক হোসেন, জাতীয় পার্টির নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার ও সাবেক এমপি পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান, বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেন। -বাসস
Discussion about this post