মিজানুর রহমান:
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজা পাওয়াদের রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই– বললেন, আইনমন্ত্রী শফিক আহমেদ। ট্রাইব্যুনালের প্রসিকিউটররাও এ ব্যাপারে একমত। আর এতে সরকার পরিবর্তনের পথ বেয়ে সাজাপ্রাপ্তদের বেরিয়ে আসার আর সুযোগ থাকছে না।
সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী, যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাজা পেয়েছেন, তাদের রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী। কেননা, এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সংবিধানেরই আরেক অনুচ্ছেদের বলে, আর এই অনুচ্ছেদে মানবতাবিরোধী গণহত্যার অপরাধের ন্যায়বিচার প্রতিষ্ঠাকে সংবিধানের অন্যান্য অনুচ্ছেদের উপরে স্থান দেয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদলও মনে করেন, এতে গণহত্যার মতো জঘন্য অপরাধের দন্ডপ্রাপ্তরা ক্ষমার সুযোগ পাবেন না।
এর অর্থ দাঁড়াবে এই যে, আপিল বিভাগ সাজা বহাল রাখলে সাজাপ্রাপ্তদের আর সাজা এড়ানোর অন্য কোনো পথ থাকবে না। আইন বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে সরকার পরিবর্তন বা অন্য কোনো কারণে সাজাপ্রাপ্তদের বেরিয়ে আসার সুযোগ থাকবে না।
Discussion about this post