নিজস্ব প্রতিবেদক
গত ১৩ মার্চ রাত আনুমানিক ৯ ঘটিকার সময় হাতিরঝিল থানাধীন মগবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ অফিসের সামনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী মেজবা উদ্দীন শরীফকে আসামী শহীদ (৩৮) একা পেয়ে হত্যার উদ্দেশ্যে আইনজীবীর মাথা, চোখ এবং কানে আঘাত করতে থাকলে উপস্থিত পথচারীগন উক্ত আসামীর কাছ থেকে আইনজীবীকে প্রাণে রক্ষা করেন।
অতঃপর আইনজীবী পথচারীর সাহায্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে থানায় আসিয়া অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের সাথে থানায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপত্র সংযুক্ত করেন।
মামলার প্রথামিক অভিযোগ সুত্রে জানাযায়, আইনজীবী মেজবা উদ্দীন শরীফ বলেন আসামী শহীদ (৩৮) পিতা: অজ্ঞাত, মাতা: অজ্ঞাত, সাং-মৌচাক, মগবাজার ঢাকা। তিনি আমার কথা বলে মামলার ক্লায়েন্টের কাছ থেকে ১,৫০,০০০/=( এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা গ্রহণ করে আমাকে মাত্র ১০,০০০/= ( দশ হাজার ) পারিশ্রমিক ফিস প্রদান করেন।
আমি অবশিষ্ট টাকা চাওয়াতে উক্ত আসামী শহীদ (৩৮) আমাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি প্রদান করিয়া আসিতেছিলেন। তারই ধারাবাহিকতায় আসামী শহীদ আমাকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথা, চোখ এবং কানে আঘাত করেন।
উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, হাতিরঝিল থানায় আসামী শহীদ (৩৮) এর নামে বাংলাদেশ দন্ডবিধি -১৮৬০ এর ৩২৩/৩০৭/৫০৬ ধারায় হত্যার উদ্দেশ্যে মারপিট সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করার অভিযোগে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
মামলার প্রাথমিক তথ্য বিবরণী/ এজাহার সূত্রে জানায় যায়, আমার ঠিকানা: শহীদ (৩৮) পিতা-অজ্ঞাত, মাতা- অজ্ঞাত, স্থায়ী ঠিকানা: মৌচাক মগবাজার, থানা- হাতিরঝিল, জেলা-ঢাকা।
Discussion about this post