মোকামঃ ঢাকার সহকারী জজ আদালত
দেওয়ানী মোকদ্দমা নং ২২/২০২০
এম এস মিরাজ ………………… বাদী বনাম এম এম করিম………………বিবাদী
বিষয়ঃ- দেওয়ানী কার্যবিধি আইনের ৯ ধারার অধীন বিবাদী পক্ষের দরখাস্ত ।
বিনীত নিবেদন এই যে , ১।অত্র মোকদ্দমাটি বাদী সুবিচার চাহিয়া বিগত অদ্য ১৫/০৩/২০২০ ইং তারিখে দায়ের করেন।
২। বাদী তাহার আরজিতে উল্লেখ করিয়াছেন যে বাদী নালিশী সম্পত্তির মালিক দখলকার;বিবাদী বিগত ১০/০৩/২০২০ ইং তারিখে নালিশী সম্পত্তি হইতে বাদীকে জোর পূর্বক বেআইনী ভাবে উচ্ছেদ করতে চেষ্টা করেন। বাদী তাহার আরজীতে আরো উল্লেখ করেন যে সেদিন বিবাদী তাহাকে মারধর করিয়াছেন।
৩।বাদী উপরোক্ত বিষয়ে সুবিচার প্রার্থনা করিয়া অত্র মোকদ্দমা দায়ের করিয়াছেন।
৪।আরজিতে বাদীর কথিত ঘটনাটি স্পষ্টতই যে উক্ত ঘটনাটি ফৌজদারী প্রকৃতির, উহা মোটেই দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা নহে এবং তজ্জন্যই উক্ত বিষয় অত্র আদালতে বিচার বর্হিভূত বটে। উক্ত মোকদ্দমা দেওয়ানী আদালতে চলিতে পারেনা।
৫। উপরোক্ত কারণ ও অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে অত্র মোকদ্দমার আরজী প্রত্যাখ্যান করা একান্ত আবশ্যক, অন্যথায় বিবাদীর অপূরণীয় ক্ষতির কারণ হইবে।
অতএব , প্রার্থনা, উপরোক্ত কারণ ও অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে অত্র মোকদ্দমার আরজী প্রত্যাখ্যান ক্রমে সুবিচার করিতে হুজুরের মর্জি হয়।
হলফনামা
আমি, এম এস করিম , পিতা: মৃত: রহিম মিয়া, বয়স ৫০ বছর,থানা: বাড্ডা, জেলা: ঢাকা, ধর্ম: ইসলাম, পেশা: চাকুরি, জাতীয়তা: বাংলাদেশী এতদ্বারা শপথ পূর্বক ঘোষণা করিতেছি যেঃ-
১। আমি অত্র মোকদ্দমার বিবাদী এবং অত্র মোকদ্দমার যাবতীয় ঘটনা ও তথ্যাদি সম্পর্কে উত্তম রুপে জ্ঞাত আছি।
২।অত্র হলফনামা এবং ইহার সহিত সংযোজিত দরখাস্তে উল্লেখিত যাবতীয় বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য জানিয়া উহাতে অদ্য ১৫/০৫/২০২০ ইং তারিখ বেলা ১১:০০ টার সময় অত্র আদালতের হলফনামা কমিশনার সাহেবের সম্মুখে হাজির হইয়া অত্র হলফনামা সহি সম্পাদন করিলাম।
হলফকারী
স্বাক্ষর, তাং
হলফকারী আমার পরিচিত। তিনি আমার সম্মখে অত্র হলফনামায় তাহার নিজ নাম সহি করিয়াছেন।আমি তাহাহে অদ্য ১৫/০৫/২০২০ ইং তারিখে বেলা ১১:০০ ঘটিকার সময় অত্র আদালতের হলফনামা কমিশনার সাহেবের সম্মুখে সনাক্ত করিলাম।
আইনজীবী
স্বাক্ষর, তাং

Discussion about this post