ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়া পুলিশের অভিযানে অবশেষে ধরা পড়তে হলো প্রতিবাদী বাংলাদেশী যুবক রায়হান কবিরকে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার পর কুয়ালালামপুরের জালান পাহাং এলাকার একটি কনডোমিনিয়ামে অভিবাসন পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
মালয়েশিয়ায় বসবাসকারী অভিবাসীদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে ২৫ মিনিটের ডকুমেন্টারি সম্প্রতি কাতার ভিত্তিক আল-জাজিরা টেলিভিশনে সম্প্রচারিত হয়।
প্রতিবেদনটিকে মালয়েশিয়া সরকার ‘ভিত্তিহীন ও মিথ্যাচার’ বলে দাবি করে। এই প্রতিবেদনে সাক্ষাৎকার দিয়েছিলেন রায়হান কবির। পরে তাকে ‘মোস্ট ওয়ান্টেড’ ক্রিমিনাল হিসেবে চিহিৃত করে পুলিশে ধরিয়ে দিতে ওয়েব সাইটে ছবি দিয়ে অনুরোধ জানানো হয়। বাতিল করা হয় তার ভিসাও। তখন থেকেই রায়হান পলাতক ছিলেন।
আল জাজিরার ওই প্রতিবেদন প্রচারের পর থেকেই সাক্ষাৎকার দাতা বাংলাদেশি রায়হার কবিরের খোঁজে তল্লাশি শুরু করে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। তার বিষয়ে তথ্য দেয়ার আহ্বান জানিয়ে বিবৃতিও দেয়া হয়। পরে রায়হানের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) বাতিল করে দেয়া হয়। এতে করে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীতে পরিণত হন তিনি। ওই প্রতিবেদন প্রকাশের পর আল জাজিরার বেশ কয়েকজন কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদমাধ্যমটি।
রায়হান কবিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দরে। তার বাবা শাহ আলম একটি পোশাক কারখানায় চাকরি করেন। ২০১৪ সালে তোলারাম কলেজে থেকে উচ্চমাধ্যমিক পাস করে মালয়েশিয়া চলে যান রাহয়ান। সেখানেই বিএ পাস করেন।
Discussion about this post