বিডি ল নিউজঃ যুগে যুগে শ্রীলঙ্কা ক্রিকেটকে অনেক লিজেন্ড উপহার দিয়ে গেছে। এই যুগের দুই লিজেন্ড হচ্ছেন কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে। তবে, তাদের বেলা শেষের দিকে। টেস্ট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। সাথে করে নির্বাচক-খেলোয়াড়দের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়ে গেছেন। আর সবচেয়ে বেশী ঝামেলায় ফেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে। কারণ জয়াবর্ধনের স্থানে এখন চার নম্বরে ব্যাট হাতে তাকেই উইকেটে নামতে হচ্ছে।
ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে থিরিমান্নে বলেন, ‘চার নম্বরে ব্যাটিং করা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। কারণ এটি মাহেলা জয়াবর্ধনের স্থান। একারণেই এই শ্রীলঙ্কার জন্য চার নম্বর পজিশন অনেক বেশী মূল্যবান। তার জায়গায় নামতে হচ্ছে বলে আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।’ তিনি বলেন, ‘তার(জয়াবর্ধনে) শূন্যস্থান পূরণ করা সহজ কথা নয়। কিন্তু আমি প্রত্যেকটি ম্যাচ নিয়ে আলাদাভাবে চিন্তা করছি যে কিভাবে পরের ম্যাচটি আরো ভালো করা যায়।’
Discussion about this post