নিজস্ব প্রতিবেদক: মায়ের মৃত্যুতে কারাগার থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানোর বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। আজ
আজ বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪ ঘণ্টার (৯টা থেকে ১টা পর্যন্ত) জন্য মুক্তি পান তিনি। এ সময়ের মধ্যে তার মায়ের দাফন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে আদালত।
এ বিষয়ে মামুনের আইনজীবী জাহেদুল ইসলাম কোয়েল সাংবাদিকদের জানান, ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা অনুযায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে চার ঘণ্টার জন্য নির্বাহী আদেশে ঢাকার জেলা মেজিস্ট্রেট আবু সালেহ মো: ফেরদৌস খান মুক্তির আদেশ দেন।
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুব আলম বলেন, গিয়াস আল মামুন প্যারোলের শর্ত হিসেবে তিনি নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না, সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকবেন এবং সময় শেষ হওয়ার সাথে সাথে কারাগারে এসে পৌঁছাবেন।
বিএনপি নেতা তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার হন। তখন থেকেই তিনি কারাগারে আছেন।
এরআগে বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মা মোসাম্মত হালিমা খাতুন (৯৪) মারা যান। মায়ের মৃত্যুতে মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন তাদের আরেক ভাই জালাল উদ্দিন রুমী।
আবেদনে বলা হয়, আমার ভাই গিয়াস উদ্দিন আল মামুন দীর্ঘ ১৩ বছর জেলহাজতে থাকলেও কোনো দিন জেল কোড ভঙ্গ করেনি। তাই আমার মাকে শেষ দেখা, জানাজা ও দাফনে উপস্থিত থাকার জন্য আমার ভাইকে জেল থেকে মুক্তির (প্যারোল) আবেদন করছি।
Discussion about this post