আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার(এফবিআই) কাছে মিথ্যা তথ্য দেয়ায় দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরের সাবেক উপদেষ্টা জর্জ পেপাডোপোলাসকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি তদন্তে মিথ্যা তথ্য দেয়ায় যুক্তরাষ্ট্রের জেলা জজ র্যান্ডলফ মোস শুক্রবার পেপাডোপলাসের ১৪ দিনের সাজা ঘোষণা করেন।
ট্রাম্পের নির্বাচনী প্রচারে রুশ আতাঁত নিয়ে দেশটির বিশেষ কৌঁসুলি রাবার্ট মুলারের চলমান তদন্তের মধ্যেই এই প্রথম কোনো নির্বাচন কর্মকর্তা সাজার মুখোমুখি হয়েছেন।
পেপাডোপোলাস বলেন, তিনি গভীরভাবে লজ্জিত। তিনি স্বীকার করেছেন, তিনি মিথ্যা বলায় এফবিআইয়ের কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।
ওয়াশিংটনে আদালতকে তিনি বলেন, ২০১৭ সালের জানুয়ারিতে আমি মারাত্মক এক ভুল করে বসেছি। যে জন্য আমাকে ব্যাপক খেসারত দিতে হয়েছে।
আমার বয়স কম ও উচ্চাকাঙ্ক্ষী ছিলাম বলেই এমনটা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।
বিচারক বলেন, পেপাডোপোলাসের অনুশোচনা আমি বিবেচনায় নিয়েছি। আর এজন্যই তাকে হালকা শাস্তি দেয়া হয়েছে। পাশাপাশি তাকে সাড়ে নয় হাজার ডলার জরিমানা গুণতে হবে ও সামাজিক কার্যক্রমে যুক্ত থাকতে হবে। সূত্র: আল জাজিরা।
Discussion about this post