মুন্সিগঞ্জ প্রতিনিধীঃ এডভোকেট সালেহ্ মোহাম্মদ ফয়সাল
গত ১৪/০২/২০২১ ইং মিরকাদিম পৌরসভায় বিপুল ভোটে বিজয় পেয়েছেন নৌকা প্রতীকের আব্দুস সালাম মেয়র পদে তিনি বেসরকারিভাবে ২০৫৫৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মিজানুর রহমান পেয়েছেন ৮৬৮ ভোট। বাইসাইকেল প্রতীক নিয়ে (জেপি-মঞ্জু) খন্দকার মোহাম্মদ হোসেন রেনু পেয়েছেন ৩৭০ ভোট। এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিন মোবাইল ফোন প্রতীক নিয়ে ১৭৭ ভোট পেয়েছেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৭ জন কাউন্সিলর পদে প্রতিদন্দীতা করেন।১নং ওয়ার্ডে ১৭৩০ ভোট পেয়ে ডালিম প্রতীকে আব্দুল জলিল কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
২নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে আওলাদ হোসেন পেয়ছেন ৯৫৮ ভোট, ৩নং ওয়ার্ডে পাঞ্জাবী পতীকের আক্তার হোসেন চৌধুরী পেয়েছেন ৮৩২ ভোট, ৪নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে মো. দ্বীন ইসলাম পেয়েছেন ১৪১৩ ভোট, ৫নং ওয়ার্ডে টেবিল লেম্প প্রতীক নিয়ে ইদ্রিস আহম্মেদ টুল পেয়েছেন ৯১১ ভোট, ৬নং ওয়ার্ডে মোহাম্মদ লিটন উটপাখি প্রতীকে ৮১০ভোট পেয়েছেন,
৭নং ওয়ার্ডে গাজর প্রতীকে মো. সোহেল মিয়াপেয়েছে ৮৯৫ ভোট, ৮নং ওয়ার্ডে মো. রহিম বাদশা ইটপাখি প্রতীকে ১০৮৬ ভোট পেয়েছেন এবং ৯ নম্বর ওয়ার্ডে ১৯০৮ ভোট পেয়ে পাঞ্জাবি পতীকে মো. সোহেল কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
১,২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৫০৮ ভোট পেয়ে হাসিনা পারভীন, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সানোয়ারা বেগম ৩১৩০ ভোট পেয়েছেন এবং আসমা আক্তার ৩৮১৩ ভোট পেয়ে ৭,৮ ও ৯ নাম্বার ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৭ হাজার ৬৫৬ জন ভোটারের মধ্যে ১৭ কেন্দ্রে ২২০০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কাস্টিং ভোটের হার ৫৮.৪৪ শতাংশ। সহকারী রিটার্নিং অফিসার বদরুদ্দৌজা ভূইয়া বলেন, এই নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৭ প্রার্থী ভোট লড়াইয়ে অবতীর্ণ হন।
রবিবার সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে।
Discussion about this post