মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ- এডভোকেট সালেহ্ মোহাম্মদ ফয়সাল
গত ২৫ জানুয়ারী ২০২১ রোজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে নির্বাচন ২০২১-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির মোট ৩৮৬ জন ভোটের মধ্যে ৩৭৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থীত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী ২৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী এডভোকেট সালাউদ্দিন ঢালী পেয়েছেন ১৪০ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী একমাত্র মহিলা প্রতিনিধী এডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন। তার নিকটতম প্রতিদন্ধী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সময়র্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এডভোকেট মুহাম্মদ আলমগীর কবির পেয়েছেন ১৩৯ ভোট ।

সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুইজন। এডভোকেট মো হাসান মৃধা ২৮১ ভোট পেয়ে প্রথম হয়েছেন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সময়র্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী এবং এডভোকেট মো হালিম ব্যাপারী ১৬১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী।
সহ সাধারণ সম্পাদক পদে ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এডভোকেট নুরুল ইসলাম খান তিনি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী।
লাইব্রেরী সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট মো দেলোয়ার হোসেন তুহিন (আওয়ামী) , দপ্তর সম্পাদক এডভোকেট প্রণয় চাক্রবর্তী (আওয়ামী) , কোষাধ্যক্ষ এডভোকেট হাফিজুর রহমান (জাতীয়তাবাদী), ধর্ম বিষয়ক ও সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট মোঃ বেলায়েত হোসেন (আওয়ামী) , ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মো আারফান সরকার খোকন (জাতীয়তাবাদী) নির্বাচিত হয়েছেন।
কর্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন পাঁচ জন। তারা হলেন এডভোকেট জাহাঙ্গীর আলম (জাতীয়তাবাদী), এডভোকেট মোঃ হাবীবুর রহমান হাবিব (আওয়ামী), এডভোকেট মেহেদী হাসান শাহবাৎ ( জাতীয়তাবাদী ) এডভোকেট প্রদীপ পাল (আওয়ামী) এডভোকেট ফিরোজ মিয়া ( আওয়ামী)।
Discussion about this post