মুুসলিম হানাফী আইন অনুযায়ী অংশীদার কারা? কেন তাদেরকে অংশীদার বলা হয়?
অংশীদার : পবিত্র কোরআনে যাদের অংশ নির্দিষ্ট করে দেয়া হয়েছে তাদেরকে কোরআনী অংশীদার বলা হয়। এ উত্তরাধিকারীদের মধ্যে প্রথম শ্রেণিভুক্ত। এদের সংখ্যা ১২ জন । এর মধ্যে ৮ জন মহিলা ও ৪ জন পুরুষ। রক্তের সম্পর্কিত ও বিয়ে দ্বারা সম্পর্কিত এ দুই শ্রেণির অংশীদার এ শ্রেণিভুক্ত।
সুুন্নি (হানাফী) উত্তরাধিকার আইনে যেসব উত্তরাধিকারীদের মৃত ব্যক্তির সম্পত্তিতে অধিকার দেওয়া আছে বা অংশীদারগণ:
স্বামী========পিতা========আপন বোন
স্ত্রী========মাতা========বৈমাত্রেয় বোন
দাদা========দাদী বা নানী========বৈপিত্রেয় ভাই
কন্যা========পুত্রের কন্যা========বৈপিত্রেয় বোন
পবিত্র কোরআনে তাদের নির্দিষ্ট করে দেয়া হয়েছে এরা উত্তরাধিকারীদের মধ্যে প্রথম শ্রেণিভুক্ত। তাই এদেরকে অংশীদার বলা হয়।
Discussion about this post