মৃতব্যাক্তির ঋণ কি?
একজন ব্যাক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পদের উপর তার ওয়ারিশগনের অধিকার জন্মে থাকে। অধিকার যেমন থাকে তেমন দায়বদ্ধতাও থাকে। অর্থাৎ, ব্যাক্তি জীবদ্দশায় কারো কাছে ঋণী থেকে মৃত্যুবরন করলে সে ঋণ পরিশোধের দায়িত্ব তার ওয়ারিশগনের উপর বর্তায়। মৃতব্যাক্তির ঋণে ওয়ারিশগনের দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত আলোচনা নিম্নে উল্লেখ করা হল।
- মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তি হতে নিম্নলিখিত খরচ বাদ দিতে হবে:
১. তার রেখে যাওয়া সম্পত্তি হতে দাফন কাফনের (খরচের ব্যবস্থা) ব্যবস্থা করতে হবে।
২. তার ঋণ পরিশোধ করতে হবে। অধিকাংশ বিদ্বানের মতে,মৃতব্যাক্তির ঋণের উপর ওয়ারিশগনের দায়বদ্ধতা বিষয়ক আল্লাহর ঋণ তথা যাকাতও এ খাত থেকে আদায় করতে হবে।
৩. ঋণ আদায়ের পর মৃত ব্যক্তির বৈধ ওসিয়ত/উইল অনুযায়ী তা আদায় করতে হবে। এই তিন খাতে ব্যয় করার পর অবশিষ্ট সম্পত্তি তার জীবিত উত্তরাধিকারদেও মধ্যে কুরআন, সুন্নাহ অনুযায়ী বন্টন হবে।
মৃতব্যাক্তির ঋণে ওয়ারিশগনের দায়বদ্ধতাঃ
যদিও জাফরী বেগম বনাম আমির মুহম্মদ খান (১৮৮৬) অল ইন্ডিয়া রিপোর্ট ৮২২, মামলায় বলা হয়েছে, যে মৃত ব্যক্তির মৃত্যুর সাথে সাথেই তার উত্তরাধিকারীদের উপর সম্পত্তি ন্যস্ত হয়, তা সত্বেও অধিকাংশ পণ্ডিতদের মতে ঋণ ও উইল আদায়ের পরই তা উত্তরাধীকারীরা পাবে। আল্লাহ তায়ালার বাণী : ঋণ আদায় ও অসীয়াত পূরণ করার পর (মৃতের সম্পত্তি ভাগ করতে হবে) একজন মৃত মুসলিমের রেখে যাওয়া সম্পদ থেকে তিনটা বিষয় নিশ্চিত করতে হয়। এটা আল্লাহর বিধান।
- সর্বপ্রথম: রেখে যাওয়া সম্পদ থেকে বহন করতে হবে।এখন যদি অন্য কেউ (সন্তান, পিতা, মাতা, স্ত্রী অথবা বন্ধু) তা নিজ ইচ্ছায় বহন করে তা দোষের নয়।
- দ্বিতীয়; মৃতব্যাক্তির ঋণে ওয়ারিশগনের দায়বদ্ধতা, মৃত মুসলিম যদি কারোর কাছে ঋণগ্রস্ত থাকে তবে আইন অনুযায়ী জানাজা হবার আগেই সেই ঋণ মৃতের সম্পদ থেকে পরিশোধ করতে হবে। যদি ঋণদাতা উপস্থিত থাকে আর ঋণদাতা সে ঋণ মাফ করে দেয় তবে কোন দোষ নাই। আর যদি ঋণদাতা অনুপস্থিত থাকে সেক্ষেত্রে মৃতের নিকটআত্মীয় (উত্তরাধিকার) মৃতের পক্ষে সে ঋণ পরিশোধের প্রকাশ্য অঙ্গিকার করবে।
- তৃতীয়: প্রথম দু’টি শর্ত সম্পন্ন হবার পরই যদি মৃতের কিছু সম্পদ উদ্বৃত্ত থাকে তখনই কেবল সেই সম্পদেকে তার উত্তরাধিকারদের মধ্যে শরীয়া অনুযায়ী বন্টন করা হবে। প্রথম দুটি কাজ শেষ না হওয়া পর্যন্ত মৃতের সম্পদ বন্টন করা ইসলামে কোন ধরনের অনুমতি নাই।
ঋণ পরিশোধের নিয়মঃ
উপরোক্ত আলোচনায় দেখা যায় যে, মৃত ব্যক্তির ঋণ থাকলে তা তার ত্যক্ত সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন কারার পূর্বেই তার সম্পত্তি থেকে পরিশোধ করতে হয়। যেহেতু মৃত ব্যক্তি সম্পত্তির মালিক হবেন তার ওয়ারিশগণ। সেহেতু তার ঋণ অপরিশোধিত থাকিলে তারা তাদের উত্তরাধিকারের আনুপাতিক হয়ে ঋণ পরিশোধ করার জন্যও দায়ী হবেন।
লেখকঃ ল ফর ন্যাশনস, ইমেইলঃ lawfornations.abm@gmail.com মোবাইল: 01842-459590
Discussion about this post