
বিডি ল নিউজঃবুধবার (২০ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে দিবসটি পালিত হবে।
‘পরিমাপ ও আলো’ এই স্লোগান সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হতে যাচ্ছে বিশ্ব মেট্রোলজি দিবস।
দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং ওজন ও পরিমাপ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজারস এর পরিচালক মার্টিন মিলটন বাণী দিয়েছেন।
এছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া দিবসটি উপলক্ষ্যে পৃথক পৃথক বাণী দিয়েছেন।
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বুধবার তেজগাঁওয়ে বিএসটিআই এর প্রধান কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ আলোচনা সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ ও বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Discussion about this post