মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে গুলিতে বুদু আলী নামে ৩০ বছর বয়সী এক মাদক কারবারি নিহত হয়েছেন। দুই গ্রুপের গোলাগুলিতে এই মাদক কারবারি নিহত হয়েছেন বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, নিহত বুদু আলী গাংনী উপজেলার পীরতলা গ্রামের জোয়াদ আলীর ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের বেশ কয়েকটি মামলা আছে।
সোমবার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার হাড়াভাঙ্গা ঈদগাহ ময়দানের পাশে দু’দল মাদক বিক্রেতাদের মধ্যে ‘গোলাগুলির’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১ কেজি গাজা, ২০ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় ওয়ারনশুটার গান উদ্ধার করেছে পুলিশ।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার জানান, রাত পৌনে তিনটার দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের সড়কে গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুদুকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Discussion about this post