বিডি ল নিউজঃ
তিন দিনের সফর শেষ করে মার্কিন প্রেসিডেন্ট ভারত ছাড়লেন, এখানকার শেয়ারবাজারও চড়চড় করে বেড়ে গেল। গতকাল মঙ্গলবার দুপুরে ওবামার বিমান সৌদি আরবের দিকে উড়তে শুরু করার সঙ্গে সঙ্গেই মোদি টুইট করলেন, ‘বিদায় হোয়াইট হাউস, আপনার এই সফর ভারত-মার্কিন সম্পর্ককে এক অনন্য উচ্চতায় তুলে নিয়ে গেল, এক নতুন অধ্যায়ের সূচনা হলো।’ হোয়াইট হাউসও প্রত্যুত্তর দিল, ‘এই স্মরণীয় সফরের জন্য নরেন্দ্র মোদি আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভারতের জনগণকে, উষ্ণ অভ্যর্থনার জন্য।’
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুই নেতার ব্যক্তিগত রসায়ন কোন পর্যায়ে পৌঁছেছে, এই টুইট, মার্কিন প্রেসিডেন্টকে মোদির ‘বারাক’ বলে সম্বোধন, বারবার দুজনের দুজনকে বুকে জড়িয়ে ধরা, একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ হওয়া এসবের মধ্য দিয়ে বেশ বোঝা গেছে। যে দেশের প্রেসিডেন্ট নিরাপত্তার কারণে কখনো পৌনে এক ঘণ্টার বেশি খোলা আকাশের নিচে থাকেন না, সেই মানুষটি ঝাড়া দুই ঘণ্টা সোয়া লাখ মানুষের সঙ্গে বৃষ্টিতে একরকম ভিজলেন। এটাও তো অভূতপূর্ব! এর বাইরে গতকাল মঙ্গলবার সকালটা ভারতবাসী মোহিত থাকল ওবামার বাক চাতুর্যে। দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে পৌনে এক ঘণ্টার এক অলিখিত ভাষণে তিনি সেই কথাগুলো বললেন, যা শুনতে ভালোবাসে সবাই। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ওবামা উল্লেখ করলেন শাহরুখ খান (এমনকি শাহরুখের সিনেমার হিন্দি সংলাপ পর্যন্ত আউড়ে গেলেন অবলীলায়) ‘উড়ন্ত শিখ’ মিলখা সিং ও অলিম্পিক পদকজয়ী মেরি কমের নাম। শুধু তাই নয়, মন্তব্য করলেন ভারতের সাফল্যের মূল এ দেশের ধর্মনিরপেক্ষতা। ধর্মের সংঘাতে ছিন্ন-বিচ্ছিন্ন না হলে ভারতের সাফল্য আটকানো যাবে না।
Discussion about this post