ডেস্ক রিপোর্ট
২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শরীয়তপুরে ৭৫৪টি জাল চালান তৈরি করে ভ্রাম্যমাণ আদালতের ১ কোটির বেশি টাকা আত্মসাতের ঘটনায় বিচারিক আদালতের পেশকার ইমামউদ্দিনের ২৩ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।
একই সঙ্গে মামলার অপর আসামি পেশকার কমলা আক্তারকে আট বছরের সাজা থেকে খালাস দিয়েছেন আদালত।
এছাড়া মোবাইল কোর্টের জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ঠিক মতো জমা হচ্ছে কি না তা তদারক করতে জেলা প্রশাসক (ডিসি) ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন হাইকোর্ট। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
সোমবার (২০ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
Discussion about this post