ডেস্ক রিপোর্ট
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রুবেল আহমেদ ভূঞাকে ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক ও লকআপে আটকে রাখার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন)।
বুধবার (২৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার এসিএমএম-২, আদালত নম্বর-৩ এ ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রুবেল আহমেদ ভূঞাকে (সদস্য নং-১৩৬৩০) দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নুরের নির্দেশে পুলিশ অবৈধভাবে আটক করে এবং দুই ঘণ্টা লকআপে আটকে রাখে। এ ঘটনায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সমিতি।
অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিনের সভাপতিত্বে বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে এ ঘটনায় সমিতির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুস (কাজল) সভা পরিচালনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মনে করে দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থার স্বার্থে বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনও আইনজীবীর পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের নিগ্রহের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আইজীবীরা যাতে তাদের পেশাগত দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলে সচেতন থাকবেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আশা প্রকাশ করে, যথাযথ কর্তৃপক্ষ অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
Discussion about this post