আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরে এক রাতে বিভিন্ন জায়গায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১৮ জন। স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়েছে, সিনসিনাটি শহরে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক দাবি, প্রতিটি ঘটনাই বিচ্ছিন্ন৷ তবে কোনো বন্দুকবাজ এই হামলা চালিয়েছে, নাকি অন্য কোনো কারণে এতজন গুলিবিদ্ধ হলেন, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ প্রথম গুলি চালানোর খবর আসে অ্যাভোনডেল এলাকা থেকে৷ সেখানে ২১ বছর বয়সি অ্যান্টোনিও ব্লেয়ার নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি৷ একই জায়গা থেকে গুলির আঘাত নিয়ে আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে পুলিশ।
রাত ২টা ৩০ মিনিটে ফের একবার ওভার দ্য রাইন এলাকা থেকে গুলি চালানোর খবর আসে৷ সেখানে আহত হন ১০ জন৷তাদের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, আর একজন মারা যান হাসপাতালে৷ মৃত দুই যুবকের বয়স ৩৪ এবং ৩০ বছর। পাশাপাশি শহরের ওয়ালনাট হিলস এলাকাতেও গুলি চালানোর ঘটনা ঘটে৷ এর পাশাপাশি পশ্চিম প্রান্ত থেকেও রবিবার ভোরে গুলি চালানোর ঘটনা ঘটেছে৷ সেখানেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে৷
পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনাই এক থেকে দেড় ঘণ্টা অন্তর ঘটেছে৷ যদিও শহরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পল নিউজিগেট দাবি করেছেন, প্রতিটি ঘটনাই বিচ্ছিন্ন এবং পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই তারা মনে করছেন। তবে কারা এই ঘটনার জন্য দায়ী সে বিষয়ে প্রাথমিকভাবে অন্ধকারে পুলিশ।
Discussion about this post