বিডিলনিউজ: যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকার ‘দ্বৈতনীতি’ অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘সরকার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের আইন প্রণয়ন করেছে। ট্রাইব্যুনাল গঠন করেছে। এখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকার নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেছে। তাদের দ্বিমুখী নীতি জনগণের কাছে আজ ধরা পড়ে গেছে।’
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ নামের এক সংগঠনের আয়োজনে ‘পদ্মা সেতুর দুর্নীতির দায় জনগণ নেবে না’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মওদুদ।
দ্বৈতনীতি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, ঈমান ঠিক না থাকলে শেষ বেলায় ধরা পড়ে যায়। সরকারের ভেতরে আরেক সরকার আছে বলে মনে হচ্ছে। যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যে বির্তক সৃষ্টি হয়েছে, সে জন্য সরকারকেই দায়ী করেন তিনি।
এ ছাড়া কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে চার দিন ধরে চলা গণজমায়েত এবং তাতে ক্ষমতাসীন দলের এক নেতার নাজেহাল হওয়ার প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, ‘অনেক নামকরা মন্ত্রী শাহবাগে যেতে পারছেন না। দুই-একজন মন্ত্রী সেখানে যাচ্ছেন, তাঁদের লোকজন আছে বলে।’ সূত্র:প্রথম আলো
Discussion about this post