ডেস্ক রিপোর্ট
রাজধানীর শাহ আলী থানা এলাকায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে করা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রোকসানা বেগম হ্যাপী আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর সাজা পরোয়ানা নিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি।মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৩ জানুয়ারি আসামি এসাদুল হক মামুন তার স্ত্রী ফেরদৌস আরা লিপিকে জবাই করে হত্যা করেন। এ ঘটনায় পরদিন ২৪ জানুয়ারি নিহতের ভাই জমিরুল ইসলাম সুমন বাদী হয়ে রাজধানীর শাহ আলী থানায় হত্যা মামলা করেন।
পরে ২০১২ সালের ১৬ জানুয়ারি সিআইডির এএসপি ইকবাল আজাদ আসামি এসাদুল হক মামুনকে অভিযুক্ত করে ২০ জনকে সাক্ষী করে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০১৩ সালের ২৩ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ৯ জন সাক্ষ্য দেন।
Discussion about this post