রাজধানীতে চলাচলকারী বিভিন্ন স্টাফ বাসের রুট পারমিট (অনুমতি) দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোট। একইসঙ্গে এসব স্টাফ বাসের রুট পারমিট কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক আবেদন শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদেশে রুট পরমিটের জন্য যারা আবেদন করেছেন তাদেরকে আগামী এক মাসের মধ্যে এ পারমিট দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
Discussion about this post