বিডিলনিউজ: বিএনপি ও অন্যান্য বিরোধী নেতাদের মামলা দ্রুত নিস্পত্তির জন্য ৩ টি আদালত গঠন করা হয়েছে । এই বিষয়ে আইন মন্ত্রনালয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে । আইন মন্ত্রনালয়ের আইন বিচার ও সংসদ বিষয়ক বিভাগের সহকারী সচীব রুমানা ইয়াস্মীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ঢাকা জেলার জন্য (মেট্রো পলিটন এলাকা ছাড়া) দ্রুত বিচার আদালতের পরিবর্তে ৩ টি দ্রুত বিচার আদালত গঠিত হলো। সেগুলো হল –
দ্রুত বিচার আদালত ১ – কেরানিগঞ্জ ,দক্ষিণ কেরানিগঞ্জ ও জি আর পি থানার মামলা নিস্পত্তি করবেন
দ্রুত বিচার আদালত ২ – সাভার ,আশুলিয়া থানার মামলা নিস্পত্তি করবে
দ্রুত বিচার আদালত ৩ – নবাব গঞ্জ, দোহার ও ধামরাই থানার মামলা নিস্পত্তি করবে
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে যে, ঢাকা জেলায় গঠিত দ্রুত বিচার আদালতে করা মামলা এই প্রজ্ঞাপনের অধীন গঠিত স্থানীয় অধিক্ষেত্র সম্পন্ন দ্রুত বিচার আদালতে প্রজ্ঞাপন জারির ৩০ দিনের মধ্যে স্থানান্তরিত হবে। এসকল মামলা এমন ভাবে পরিচালিত হবে যেন ওই মামলা ওই আদালতে ই করা হয়েছে।
Discussion about this post