নিজস্ব প্রতিবেদক:
নিয়মিত আদালত চালু’র দাবীতে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর মানববন্ধন কর্মসূচি পালন। রাজশাহীতে নিয়মিত আদালত চালুর দাবি জানিয়েছেন আইনজীবীরা। এমন দাবিতে বৃহস্পতিবার (২০ মে ) সকালে অ্যাডভোকেট বার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক। সঞ্চালনায় ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী।
এসময় আইনজীবীরা বলেন, ভার্চুয়াল আদালত একটা সময়ের জন্য প্রয়োজন ছিল। এ মুহূর্তে সেটির প্রয়োজন নেই। ভার্চুয়াল আদালতের মাধ্যমে বিচারপ্রার্থী ও আইনজীবীদের সমস্যা হচ্ছে। সীমিত আকারে হলেও নিয়মিত আদালত খুলে দিতে হবে। সেজন্য স্বাস্থবিধি মেনে শীঘ্রই নিয়মিত আদালত চালু করার দাবি জানিয়েছেন তারা।
Discussion about this post