বিডিলনিউজ: সাভারের রানা প্লাজায় দুর্ঘটনায় এখন যারা নিখোঁজ রয়েছে, তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে ঢাকা জেলা প্রশাসক ও শ্রম মন্ত্রণালয়ের প্রধান কারখানা পরিদর্শককে ওই তালিকা দিতে নির্দেশ দেয়া হয়েছে। নিখোঁজদের আত্মীয়-স্বজনসহ সংশ্লিষ্টদের কাছ থেকে পরিচয়পত্র, নিয়োগপত্র বা অন্য প্রমাণ সংগ্রহ করে এ তালিকা করতে বলা হয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একই সঙ্গে রানা প্লাজা সংক্রান্ত সকল রেকর্ড তলব করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে সাভারের বরখাস্তকৃত মেয়র ও ভারপ্রাপ্ত মেয়রকে এই রেকর্ড দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। রানা প্লাজার নকশা অনুমোদনে রাজউকের ভূমিকা এক সপ্তাহের মধ্যে দাখিল করতে রাজউককে নির্দেশ দেয়া হয়েছে।
Discussion about this post