নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের সাক্ষ্য আইন ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থী আশিক উল্লাহ শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক বেগম আসমা সিদ্দিকাকে মারতে উদ্যোত, সেই সাথে শিক্ষার্থীরা তা প্রতিহত করতে গেলে তাদের শারীরিকভাবে লাঞ্চিত করে এবং হত্যার হুমকি প্রদান করে শিক্ষার্থী আশিক উল্লাহ।
আইন বিভাগ চতুর্থ বর্ষের সাক্ষ্য আইন ক্লাস চলাকালীন সময়ে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আশিক উল্লাহ শ্রেণি কার্যক্রম বিঘ্নিত করে। একপর্যায়ে তিনি শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক বেগম আসমা সিদ্দিকাকে মারতে উদ্যোত হয় এবং শিক্ষার্থীরা তা প্রতিহত করতে গেলে তাদের শারীরিকভাবে লাঞ্চিত করে এবং হত্যার হুমকি প্রদান করে।
উল্লিখিত ব্যক্তি পূর্বেও এধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট এবং অভিযোগের ব্যাপারে বিভাগীয় ও বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষ অবগত।
আইন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে উল্লিখিত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট হোন। শিক্ষার্থীদের একটাই দাবি উল্লিখিত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণে তার শাস্তির ব্যবস্থা করা।
Discussion about this post