বিডি ল নিউজঃ তারকা খেলোয়াড়দের মাঝে ক্রিশ্চিয়ানো রোনালদোই মনে হয় সবচেয়ে বেশী সমালোচিত। খেলার মাঠে এবং মাঠের বাহিরে। এত বেশী লাল কার্ডও মনে হয় কোন তারকা খেলোয়াড় পেয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদ ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ১৫ জানুয়ারি স্প্যানিশ কোপা দেল রে ফুটবলে দলের ব্যর্থতার কারণে ক্ষমা চেয়েছিলেন রোনালদো। এবারে পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্ষমা চাইলেন লা লিগা ফুটবলে নিজের অখেলোয়াড়সুলভ মনোভাবের কারণে। শুধু রিয়াল ভক্ত নয়, স্প্যানিশ দল কর্দোবার রক্ষণভাগের ফুটবলার আদিমারের কাছেও ক্ষমা চেয়েছেন টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারজয়ী রোনালদো।
শনিবার রাতে স্প্যানিশ লা লিগা ফুটবলে রিয়াল মাদ্রিদ-কর্দোবা ম্যাচের শেষ দিকে (৮২ মিনিটে) রিয়ালের একটি আক্রমণ নস্যাৎ হয়ে গেলে ক্ষিপ্ত রোনালদো হুট করেই আদিমারের পায়ে প্রচণ্ড শক্তিতে লাথি মেরে বসেন। আদিমার মাটিতে লুটিয়ে পড়লে তার সতীর্থরা ছুটে এসে রোনালদোর সঙ্গে ধাক্কা-ধাক্কিতে লিপ্ত হয়েছেন। পরে রিয়ালের সার্জিও রামোস ছুটে এসে বিষয়টি নিয়ন্ত্রণ করেছেন। তবে শেষ রক্ষা হয়নি রোনালদোর। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। রিয়ালের জার্সিতে এ নিয়ে অষ্টমবারের মতো লাল কার্ড পেয়েছেন রোনালদো। শনিবার রাতে লাল কার্ড পাওয়ায় স্প্যানিশ লা লিগা ফুটবলে হয়তবা আগামী ৩ ম্যাচে মাঠে নামা হবে না রোনালদোর। লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়ালের শিরোপা জয়ের মিশনে যা কঠিন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত রোনালদো বলেছেন, ‘আজকের ম্যাচে আমার বাজে আচরণের জন্য প্রত্যেকের কাছে, বিশেষ করে আদিমারের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
এদিকে, রোনালদো যদি আগামী ৩ ম্যাচ খেলতে না পারেন তাহলে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখা কি রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভব হবে, বিশেষ করে যখন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা শিরোপা দৌড়ে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে? এই প্রশ্নের উত্তরে রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তি একেবারেই চুপ। অন্যদিকে, শনিবার রাতে রিয়ালের জয়ের নায়ক গ্যারেথ বেল বলেছেন, ‘কেন সম্ভব হবে না। আমাদের স্কোয়াডে এক ঝাঁক তারকা ফুটবলার রয়েছে। আর রোনালদোকে ছাড়াও তো আগে আমরা খেলেছি এবং মাঠে ভাল ফল করেছি।’
Discussion about this post