বিডি ল নিউজঃ
জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভক্তরা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার সামনে রেলরোড সড়ক অবরোধ করে ‘বাগেরহাটবাসী’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। জেলার ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক ও ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়।
এর আগে দুপুরে রুবেলের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠায় ঢাকার হাকিম আদালত।
গত বছর ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন চিত্রনায়িকা হ্যাপী। মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ার অভিযোগ আনা হয় ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে।
আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন বাগেরহাটের ছেলে রুবেল। ফেব্র“য়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চলতি মাসের শেষ দিকেই রওনা হবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
আদালত তাকে কারাগারে পাঠানোর পর বাগেরহাটের রুবেলভক্তরা মামলা প্রত্যাহার দাবিতে জেলা ক্রীড়া সংস্থার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রেলরোড সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক খোন্দকার আসিফ উদ্দিন রাখী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. সিরাজ উদ্দিন সাহিন, সাবেক ক্রিকেটার তানুজী নাগ এ সময় বক্তব্য দেন।
বক্তরা অভিযোগ করেন, রুবেলকে বিশ্বকাপ খেলতে না দেওয়ার ‘চক্রান্ত হিসাবে’ হ্যাপীর করা ‘মিথ্যা’ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা প্রত্যাহার করে রুবেলকে মুক্তি দেওয়া না হলে শনিবার থেকে ‘আরও কঠোর’ কর্মসূচি দেওয়া হবে বলে অবস্থান কর্মসূচিতে জানানো হয়।
Discussion about this post