অনলাইন ডেস্ক
রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মেলিতপোলের মেয়রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার শহরটির মেয়র ইভান ফেদরোভকে ধরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সরকারি কর্মকর্তারা। খবর বার্তা সংস্থা এএফপির।
ইউক্রেনের পার্লামেন্টের টুইটারে বলা হয়েছে, দখলদার বাহিনীর ১০ জনের একটি দল মেলিতপোলের মেয়রকে তুলে নিয়ে যায়। তিনি শত্রুদের সাহায্য করতে চাননি।
গতকাল এক ভিডিও বার্তায় জেলেনস্কি মেয়রকে ধরে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করে বলেন, মেয়র ফেদরোভ সাহসের সঙ্গে ইউক্রেন ও তাঁর শহরের মানুষকে রক্ষা করেছেন।
জেলেনস্কি আরও বলেন, এটা অবশ্যই আক্রমণকারী ব্যক্তিদের দুর্বলতার ইঙ্গিত। সন্ত্রাসের নতুন স্তরে পৌঁছেছেন তাঁরা। ইউক্রেনে এখন তাঁরা জনপ্রতিনিধিদের গুম করতে চাচ্ছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মেলিতপোলের মেয়রকে ধরে নিয়ে যাওয়ার ঘটনাটি শুধু ইউক্রেন কিংবা একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং বিশেষ একটি সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ। আর এটা গণতন্ত্রবিরোধী অপরাধ। রাশিয়ার আগ্রাসী সেনাদের দ্বারা সংঘটিত এমন ঘটনাকে ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসীদের মতো বলে গণ্য করা হবে।
Discussion about this post