নিজস্ব প্রতিবেদক: ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় ১৭টি কলেজকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, আগামী তিন কর্মদিবসের মধ্যে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলে- সানরাইজ কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ (তেজগাঁও), ট্যালেন্ট ক্যাম্পাস কলেজে, ঢাকা ইন্ডিপেন্ডেন্ট কলেজ, ঢাকা মেগাসিটি কলেজ, ঢাকা সেন্ট্রাল কলেজ, খান ইন্টারন্যাশনাল কলেজ, ধারের বাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, বিকল্প মডেল কলেজ, মাসকট ইনোভেটিভ কলেজ, গুলশান পাবলিক কলেজ, উদয়ন আইডিয়াল কলেজ, প্রাইম সেন্ট্রাল কলেজ, ময়মনসিংহ সেন্ট্রাল কলেজ, ঢাকা ওরিয়েন্টাল কলেজ এবং চিত্রকোটা মডেল স্কুল এন্ড কলেজ।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কলেজগুলোতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের কিছু সংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি। যথাসময়ে কেন ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ করতে পারেনি তার কারণ আগামী ৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কলেজ পরিদর্শককে জানানোর নির্দেশ দেয়া হলো।
Discussion about this post