ডেস্ক রিপোর্ট
পাওনা টাকা আনতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাংগস খুলনার রিকভারি অফিসার মো. মোকছেদুল ইসলাম (৩৮)। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে নগরীর লবণচরা থানা এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে। হামলাকারী গাড়ির চালক মো. আলী র্যাব ৬ এর হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
আহত মোকছেদুল ইসলাম নওগাঁ জেলার সাপাহার থানার তুলসীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসরামের ছেলে। বর্তমানে তিনি নগরীর নিরালা আবসিক এলাকার ২নং গেটে বসবাস করেন। বর্তমানে তিনি র্যাংগস গ্রুপের র্যানকন অটো মোবাইল লিমিটেডের খুলনা জেলার কালেকশন অফিসার হিসেবে কর্মরত আছেন।
নগরীর জিরো পয়েন্ট এলাকার গাজী এন্ড মটরসের মালিক তৌকির আহমেদ বলেন, দেড় বছর আগে জনৈক মামুন তাদের কাছ থেকে ডাউন পেমেন্টে ৪ লাখ টাকার বিনিময়ে জেএন সি মিনিট্রাক ক্রয় করেন। তাদের কিছু টাকাও ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। বাকি রয়েছে ১ লাখ টাকা। এ টাকার জন্য গত ১৫ দিন আগে চট্টগ্রামে গাড়িটি আটক করা হয়। পরবর্তীতে কিস্তির ৫০ হাজার টাকা টাকা দেওয়ার শর্তে গাড়িটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
তিনি আহত মোকছেদুলের বরাত দিয়ে বলেন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রিকভারি অফিসার মোকছেদুল জিরো পয়েন্ট গাজী এন্ড এইচ মটরসে বসা ছিলেন।
কিছুক্ষণ পর তার ব্যবহৃত মোবাইলে ওই গাড়ির চালক মো. আলী (৩৫) ফোন করে। কিস্তির টাকা পরিশোধ করার জন্য তাকে রূপসা সেতুর কাছে একটি নির্জন জায়গায় ডেকে নেয়া হয়। সেখানে আলীর সাথে কিছুক্ষণ কথা বলেন তিনি।
এরপর কিস্তির ৫০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা আলী তার কাছে তুলে দেন। মোকছেদুল টাকাটা নিতে রাজি হননি। এতে আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর কিছুক্ষণ পরে একটি পাত্রে কিছু ডিজেল তেল এনে মোকছেদুলের মাথায় ঢেলে দেয় আলী। এটা আচ করতে পেরে মোকছেদুল দৌড় দিয়ে রক্ষা পায়নি।
ম্যাচের কাটি তার শরীরের দিকে ছুড়ে মারলে গায়ে আগুন লেগে যায়। আত্মরক্ষার্থে তিনি পার্শ¦বর্তী একটি ডোবায় ঝাঁপ দেয়। এরপরও গাড়ির চালক তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে থাকে। আত্মরক্ষার্থে মোকছেদুল চিৎকার করতে থাকে। এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। এরমধ্যেও আলী তার ডানহাতে ধারলো অস্ত্রদিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
Discussion about this post