স্থানীয়রা জানান, রাতে বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তরা মামুনকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়।
সোমবার (১৮ মে) দিনগত রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ ইউয়িনের আমানী লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর উপজেলায় মামুন হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান তারা।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) জুনায়েত কাউসার সাংবাদিকদের বলেন, নিহত মামুনের নামে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
Discussion about this post