বিডি ল নিউজঃ
সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু নারীদের ধর্মান্তরিত হয়ে মুসলমান পুরুষকে বিয়ের বিরুদ্ধে জোর প্রচারণায় নেমেছে। তারা বিষয়টিকে ‘লাভ জিহাদ’ হিসেবে আখ্যা দিয়ে এর বিরোধিতা করে একটি ম্যাগাজিন প্রচ্ছদে কারিনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে।
জি নিউজের এক খবরে বলা হয়েছে, ভিএইচপি-এর একটি ম্যাগাজিনের প্রচ্ছদে ‘লাভ জিহাদ’-এর বিরোধিতা করতে কারিনা কাপুর খানের একটি ছবি বিকৃতভাবে ছাপা হয়েছে। ছবিতে তার মুখের অর্ধেকটা হিজাবে ঢাকা আর অর্ধেক অংশ হিন্দু বিবাহিত নারীদের মতো সিঁদুর পরিহিত। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ভারত জুড়ে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের যুব মহিলা সংগঠন দুর্গাবাহিনী ধর্মান্তর নিয়ে এক প্রচারণায় নেমেছে। তারা বলছে, যে হিন্দু নারীরা মুসলিম পুরুষদের বিয়ে করেছেন তাদের পুনরায় হিন্দুধর্মে ‘রিকনভার্ট’ করাই এই প্রচারের মূল লক্ষ্য।
দুর্গাবাহিনীর মুখপাত্র হিসেবে স্বীকৃত উত্তর ভারতের ম্যাগাজিন হিমালয় ধ্বনির সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদে কারিনা কাপুরের এই বিকৃত ছবিটি স্থান পেয়েছে। ছবিটির নিচে লেখা ‘ধর্মান্তরের মাধ্যমে জাতীয়তার পরিবর্তন।’
কারিনার এই ধরনের ছবি ব্যবহারের পেছনে যুক্তি হিসেবে দুর্গাবাহিনীর আঞ্চলিক কো-অর্ডিনেটার রজনী ঠুকরাল বলেছেন, ‘কারিনা কাপুর একজন তারকা। যুবসমাজ তারকাদের অনুকরণ করে। তারা মনে করে, যদি কারিনা এরকম করতে পারে, আমরা কেন পারব না?’
ম্যাগাজিনটির সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘বর্তমানে লাভ জিহাদ ও ধর্মান্তর নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। ধর্মান্তরের কারণেই উপমহাদেশ ভাগ হয়ে পাকিস্তানের জন্ম হয়েছিল। একটি হিন্দু মেয়ে লাভ জিহাদের ফাঁদে পড়ে ভুলবশত ইসলাম ধর্ম গ্রহণ করে। আর তা-ই যদি হয়, তাহলে কি পরে তার নিজের পুরোনো ধর্মে ফিরে আসার অধিকার নেই?
এতে আরো বলা হয়েছে, ‘অদ্ভুতভাবে কিছু রাজনৈতিক দল এই ধর্মান্তরের বিরোধিতা করে নিজেদের ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে চাইছে।’
এদিকে হিমালয় ধ্বনির প্রচ্ছদে স্ত্রী কারিনার বিকৃত ছবি প্রকাশে বেজায় খেপেছেন তার স্বামী বলিউড তারকা সাইফ আলী খান। ক্ষিপ্ত সাইফ মন্তব্য করেছেন, ‘এই ঘটনা হাস্যকর হলেও অপ্রত্যাশিত নয়। এই ধরনের অশিক্ষিত, গোঁড়া ধারণা এই দেশকে নষ্ট করছে, অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার।’
Discussion about this post