লিগ্যাল নোটিশের নমুনা
আইনজীবী কর্তৃক স্ত্রীর পক্ষে স্বামীর প্রতি লিগ্যাল নোটিশের নমুনা
সূত্র: তারিখ : ২৬/১১/১৯ ইং
লীগ্যাল নোটিশ
এডিসহ/রেজিঃ
প্রতি : আতিয়ার হোসেন মল্লিক
পিতা- মতিয়ার হোসেন মল্লিক
সাং- ২২নং তমাল রোড
থানা – সূত্রাপুর
জেলা- ঢাকা ——–নোটিশ গ্রহীতা
প্রেরক : বেগম মমতাজ
পিতা- আনোয়ার উদ্দিন
সাং- ১১, কোতয়ালী রোড
থানা – কোতয়ালী
জেলা- ঢাকা
পক্ষে : এডভোকেট
——–নোটিশ দাতা
উপরোক্ত প্রেরকের পক্ষে আপনাকে নিম্ন লিখিত মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করিতেছি যে,
- ১। আপনি আমার উপরোক্ত মোয়াক্কেলের স্বামী বটে এবং বিগত ০৪/০৬/০৫ ইং তারিখে ইসলামী শরীয়ত মোতাবেক আইন অনুযায়ী কাবিননামা সম্পাদন তথা রেজিষ্ট্রী পূর্বক বিবাহ করিয়াছেন।
- ২। বিবাহের ৫ বৎসর পর আপনার ঔরষে ও আমার মোয়াক্কেলের গর্ভে একটি কণ্যা সন্তান জন্ম গ্রহন করে যাহার নাম আম্বিয়া খাতুন রাখা হইয়াছে।
- ৩। আপনি বিগত ১১/০৭/১০ ইং তারিখে আমার মক্কেলা কে সংগে লইয়া বেড়াইতে যাওয়ার কথা বলিয়া শ্বশুরালয়ে যান এবং সেই খানে আপনার সুপরিকল্পিত মতলবে এক সপ্তাহ বেড়ানোর কথা বলে শ্বশুর বাড়িতে রাখিয়া আসেন।
- ৪। তখন হইতে আমার মক্কেলা তাহার পিতৃগৃহে একনাগারে প্রায় ১৯ মাস যাবত, বাস করিতেছে অথচ আপনি আপনার স্ত্রী কণ্যা সম্পর্কে ইচ্ছাকৃত উদাসীন থাকিয়া তাহাদেরকে নিজগৃহে আনিবার তিলমাত্র প্রচেষ্টা করেন নাই বা এ যাবৎ কোনরূপ খোরপোষ ভাতা প্রদানও করেন নাই।
- ৫। আমার উপরোক্ত মক্কেলার পিতা একজন অতিশয় দরিদ্র ও বৃদ্ধ এবং চার সদস্য বিশিষ্ট পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এমতাবস্থায় আপনার স্ত্রী ও কণ্যা সম্পর্কে খোরাকী বহন করা তাহারপক্ষে সম্পূর্ণভাবে অসম্ভব হইয়া পরিয়াছে। অন্যদিকে, লিগ্যাল নোটিশের নমুনা অনুযায়ী আপনি স্বচ্ছল ও ধনী বিধায় স্ত্রীকণ্যাকে খোরপোষের সামাল দেয়া আপনার জন্য তেমত কোন কঠিন কাজ নায় এবং তাহাদের খরচ বহন করা আপনার আইনত কর্তব্য।
- ৬। আপনি আমার মক্কেলের বিবাহিত স্বামী হিসাবে ন্যায়পরায়নাতার সাথে দাম্পত্যজীবন অতিবাহিত করিতে একান্তভাবে বাধ্য। আমার মক্কেলা তাহার সতীস্বাধী গৃহিণীর নিষ্পাপ আচরণে নিজের বিবেক, সামাজিকতা, সালিশী, আইন ও ধর্মীয় দৃষ্টিভঙ্গীতে সর্বোচ্চভাবে নিজেকে হেয় প্রতিপন্ন না করিবার আপ্রাণ চেষ্টাতে একমাত্র আপনার মন জয় করিবার ইচ্ছায় লোক মারফত আপনাকে বারবার খবর দিয়াও ব্যর্থ হইয়াছেন।
- আপনি ও আপনার পিতা এত সম্পদশালী হইয়াও পরধনের প্রতি লোভী হইয়া আমার মক্কেলের কাছে যৌতুকের বিষয় নিয়া বিবেক বর্জিতভাবে এত দূর্ব্যবহার প্রদর্শন করিয়াছেন বিবাহের প্রথম থেকেই।
- ৭। আপনার অভাবে আমার মক্কেলার শারীরিক, মানসিক ও আর্থিক যে, নিদারুণ ক্ষতির কারণ ঘটিয়াছে তাহা পৃথিবীর অন্য কিছু দিয়া পূরণ করা অসম্ভব বিধায় গভীরভাবে একান্ত চিন্তনীয় বিষয়।
- অতএব, উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে, আপনাকে অত্র লিগ্যাল নোটিশ প্রদান করিয়া দাবী করা যাইতেছে যে, আপনি অত্র লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে আমার মক্কেলাকেও আপনার শিশুসন্তান কে নিজ বাড়িতে ফিরাইয়া নিয়া শান্তিপূর্ণভাবে তাহার সাথে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করিবেন অথবা মা ও কণ্যা দুজনের প্রত্যেককে যথাক্রমে মাসিক (৬০০০ + ৬০০০) অর্থ্যৎ মোট ১২০০০/- টাকা হারে খোরপোষ ভাতা প্রদান করিবেন।
- অন্যথায়, আমার মক্কেলা আপনার ও আপনার পিতার বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী উভয় পন্থায় বৈধ আইনের আওতায় ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকিবেন।
ভবিষ্যৎ ব্যবহারের নিমিত্ত অত্র লিগ্যাল নোটিশের এক কপি আমার সেরেস্তায় রক্ষিত রহিল।
ধন্যবাদান্তে
———————
এডভোকেট
লেখকঃ ল ফর ন্যাশনস, ইমেইলঃ lawfornations.abm@gmail.com মোবাইল: 01842-459590
Discussion about this post