নাটোর জেলা প্রতিনিধি: মোঃ শরিফুল ইসলাম
আজ নাটোর জেলা আইনজীবী সমিতির ২০২২- ২৩ কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হলো । নাটোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেন নাটোর জেলা আইনজীবী সমিতির বর্তমান নির্বাচন কমিশন।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের মাননীয় জেলা ও দায়রা জজ বাহাদুর জনাব মোঃ শরীফ উদ্দীন,বিশেষ অতিথি হিসেবে মাননীয় বিচারক জনাব মোঃ ইমদাদুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নাটোর, জনাব মোঃ আনোয়ারুল ইসলাম,মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিঃনাটোর জনাব এ্যাডঃ মোঃ মাজেদুর রহমান খাঁন, চেয়ারম্যান জেলা পরিষদ, জনাব মোঃ শামীম আহমেদ, জেলা প্রশাসক, নাটোর; জনাব লিটন কুমার দাস,পুলিশ সুপার নাটোর ; জনাব মোঃ শরীফ উদ্দীন, পুলিশ সুপার, পিবিআই নাটোর।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ্যাডঃ মোঃ মুক্তার হোসেন, প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ অংশগ্রহণ করে। মোট ১১ টি পদের বিপরীতে উভয় দলের 11 জন করে আইনজীবী উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
গত ২৪/২/২০২২ তারিখে তুমুল ভোট যুদ্ধে উক্ত নির্বাচনে চুড়ান্ত বিজয়ী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে এ্যাডঃ আলহাজ্ব মোঃ রুহুল আমিন তালুকদার টগর, সহ-সভাপতি পদে এডভোকেট মোঃ শহিদুল ইসলাম নোমান, কোষাধ্যক্ষ পদে এ্যাডঃ মোঃ মিলন ও মহিলা সম্পাদিকা পদে অ্যাডভোকেট মোছাম্মদ কেয়া পারভীন এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে জুনিয়র সহ-সভাপতি মোঃ মনজুরুল আলম, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আব্দুল মালেক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন সাজু, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে এ্যাডঃ মোঃ আক্তার হোসেন, নিরীক্ষণ সম্পাদক পদে এ্যাডঃ মোঃ রকিবুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে এ্যাডঃ সাধন কুমার দাস, এবং আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাডঃ সুফি মোঃ মমতাজ রায়হান সিনা গন শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার জনাব এ্যাডঃ মোঃ মুক্তার হোসেন। এসময় নাটোর জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবী ও সংশ্লিষ্ট সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
Discussion about this post