বিডি ল নিউজঃ বৃহস্পতিবার দুপুরে মামলার আসামি প্রকৌশলী জাহাঙ্গীর আলম সিএমএম আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।
রাজধানীর শাজাহানপুরে পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার জামিন পেলেন বাংলাদেশ রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত এ জামিন মঞ্জুর করেন।
গত বছরের ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাহজাহানপুরে বাসার কাছে রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যায় জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা পর ২৭ ডিসেম্বর বিকেল তিনটার দিকে জিহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জিহাদের বাবা নাসির ফকির ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় ‘দায়িত্বে অবেহেলায়’ জিহাদের মৃত্যুর অভিযোগে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলার দুই আসামি হলেন- শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআরের মালিক প্রকৌশলী আব্দুস সালাম এবং রেলওয়ের সিনিয়র উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
Discussion about this post