বিডি ল নিউজঃ আজ বুধবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে নিহতদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সারাদেশে গায়েবানা জানাজার কর্মসূচির ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এদিন সকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শ্রমিক-কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠক করে ১৪ দল।
বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী শুক্রবার বাদ জুমা ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।’
২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ওই দিন সারাদেশের জেলা ও উপজেলায় একই কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি। এ ছাড়া মন্দির গীর্জা, প্যাগোডায়ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
পাশাপাশি বিকেলে আড়াইটায় রাজানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায়ও অংশগ্রহণ করবে ক্ষমতাসীন জোটের নেতাকর্মীরা।
মোহাম্মদ নাসিম বলেন, প্রশাসন কাজ করছে। প্রশাসনকে আরো কঠোর হতে হবে। প্রশাসনকে শান্তির প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হয়। এটা চিরায়ত কথা। আরও কঠোরভাবে এদের দমন করতে হবে। দেশে পরিপূর্ণ শান্তি আনতে কাজ করতে হবে।
তিনি বলেন, আগামী এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী এবং শিক্ষার্থী-অভিভাবকদের আশ্বস্ত করতে চাই। প্রশাসন আছে। জনগণ আছে। পরীক্ষা হবে। সময়মতোই পরীক্ষা হবে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, প্রশাসন কাজ করে যাচ্ছে। চোরাগোপ্তা হামলা কমে এসেছে। এই যুদ্ধে কোনদিন সন্ত্রাসীরা জয় লাভ করতে পারবে না। সত্যের জয় হবে। কারণ ১৪ দল মনে করে আমরা আদর্শিক সংগঠন। তাই গণতান্ত্রিক নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় হবে। আমাদের আর্দশের জয় হবে।
তিনি বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও অব্যাহত রেখেছে। একজন মা গিয়েছিলেন মায়ের কাছে। এই ধরণের অসৌজন্যমূলক আচরণ সবাই নিন্দা করে, ১৪ দলও নিন্দা করছে। শতাধিক মানুষ বার্ন ইউনিটে কাতরাচ্ছে।
নাসিম বলেন, বিএনপি-জামায়াত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মরণ খেলা শুরু করেছে। এই মরণ খেলা বন্ধ করুন। মানুষ সম্পূর্ণভাবে অবরোধ প্রত্যাখ্যান করেছে। মানুষ বেরিয়ে আসছে। সেই সুযোগে আপনার সন্ত্রাসী দিয়ে মানুষ হত্যা করছেন। দূরপাল্লার যাত্রাবাহী বাস কম চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
Discussion about this post