আদালত প্রতিবেদক: কোল্ড স্টোরেজগুলোতে পণ্য উঠানো ও নামানোর ক্ষেত্রে শ্রম আইন ও বিধান যথাযথভাবে প্রয়োগের বিষয়টি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শ্রম আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নির্ণয়ে প্রয়োজনীয় অনুসন্ধানের জন্য প্রধান কারাখানা পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন। এ রায়ের ফলে হিমাগারগুলোতে আলুর বস্তা বহনে পুরুষ শ্রমিকরা ৫০ কেজি এবং নারী শ্রমিকরা ৩০ কেজি ওজনের বেশি ভার বহন করবেন না। এই পরিমাণ ভার বহনের বিষয়টি আইন ও বিধিতে উল্লেখ রয়েছে। সেই আইন মেনে চলার নির্দেশনা দিয়ে আদালত এ রায় দিয়েছেন বলে জানান আইনজীবীরা।
হিমাগারে আলুর বস্তা বহন করতে গিয়ে রাজশাহীতে এক শ্রমিকের মৃত্যু হয়। তখন শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, অতিরিক্ত ওজনের বস্তা বহনের কারনেই মৃত্যু হয়েছে। এ ঘটনা তুলে ধরে এবং শ্রম আইন ও বিধির এ সংক্রান্ত দুটি বিধান প্রয়োগের নির্দেশনা চেয়ে রাজশাহীর পবা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের পক্ষে গত বছরের ফেব্রুয়ারি মাসে হাইকোর্টে রিট করা হয়।
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট এ রায় দেন। রায়ের অনুলিপি প্রাপ্তির চার মাস পর এ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালনের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে সরকারকে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে আইনজীবী সুহান খান শুনানি করেন।
Discussion about this post