বিডিলনিউজ: জাতীয় সংসদ সদস্যদের আচরণ কেমন হবে, সে বিষয়ে সংসদে একটি বিল তোলা হয়েছিল ২০১০ সালে। সরকার দলের সদস্য সাবের হোসেন চৌধুরী বেসরকারি এই বিলটি সংসদে তোলেন। এর দুই বছর পর সংসদীয় স্থায়ী কমিটির পরীক্ষা নিরীক্ষার শেষে সংসদে জমা দেয়া হয় বিলটি। কিন্তু সেটি পাসে এখন পর্যন্ত নেয়া হয়নি উদ্যোগ।
জাতীয় সংসদে অশালীন ভাষায় দেয়া নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে বইছে সমালোচনার ঝড়। সদস্যদের আচরণ নিয়ে কথা হচ্ছে সব মহলেই। অমর্যাদাকর আচরণ এবং বক্তব্যের জন্য জরিমানা এবং সাময়িক বহিস্কারের প্রস্তাবও ওঠেছে। সেখানে সদস্যদের আচরণ বিষয়ে বিধি থাকলে এসব নিয়ন্ত্রণ করা যেতো বলে মনে করেন বিলের উদ্যোক্তা সাবের হোসেন চৌধুরী।
সংসদ সচিবালয় সূত্র জানায় ২০১০ সালের বিলটি সংসদে ওঠার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয় বেসরকারি বিল সংক্রান্ত সংসদীয় কমিটিতে। এক বছরেরও বেশি সময় পর তা সংসদে ফেরত পাঠিয়েছে কমিটি। এখন বিলটি পাসের জন্য সংসদীয় কমিটির সভাপতিকে সংসদে তুলতে হবে।
এক বছরেও কেন বিলটি পাসের জন্য সংসদে তোলা হয়নি, জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি আবদুল মতিন খসরু ঢাকা টাইমসকে বলেন, সংসদে অনেক গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এই বিলটি অগ্রাধিকার পায়নি। (ঢাকা টাইমস)
Discussion about this post