ডেস্ক রিপোর্ট:
রাজধানীর যাত্রাবাড়ীতে বাজার করাকে কেন্দ্র করে সন্তানের সামনে রূপা আক্তার (৩০) নামে এক নারীকে হত্যা করেছে তার স্বামী। ঘটনার পর থেকে নিহতের স্বামী আব্দুল জাহেরকে খুঁজছে পুলিশ।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি জানান, যাত্রাবাড়ীর গোবিন্দপুরে আবু তাহেরের টিনশেড বাড়িতে এক সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন ওই দম্পতি। বৃহস্পতিবার দিনগত রাতে বাজার করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রুপার স্বামী জাহের তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তাদের সঙ্গে থাকা সন্তানের কাছ থেকে প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে। তাদের আরেক ছেলে লক্ষীপুর কমলনগর উপজেলায় চর উত্তর গ্রামে থাকে।
ওসি আরও জানান, সংবাদ পেয়ে পুলিশ ভোরের দিকে ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়ায় চলছে। আব্দুল জাহের পলাতক আছেন।
Discussion about this post